আমুদরিয়া নিউজ: বুমরাহ খেললেই নাকি বেশি হারে টিম ইন্ডিয়া! দাবি করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড। সম্প্রতি এক সাক্ষাৎকারে লয়েড বলেছেন, “বুমরাহকে ছাড়া এজবাস্টনে জিতেছে ভারত, যা অসাধারণ। অনেকের মুখেই শুনেছি, বুমরাহ খেললে নাকি ভারত বেশি ম্যাচ হারে। ও না খেললে কম হারে। তারাই বুমরাহকে বিশ্বের সেরা বলে থাকে। নিঃসন্দেহে বুমরাহের বোলিং অ্যাকশন বেশ অন্য রকম। কিন্তু ছেলেটা ভাল।” ইংল্যান্ড সিরিজ়ে লিডস এবং লর্ডসে হেরেছে ভারত। দু’টিতেই খেলেছেন জসপ্রীত বুমরাহ। দলের সেরা বোলারকে ছাড়া এজবাস্টনে জিতেছে ভারত। এই অবস্থায় ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। ভারতের কাছে পরের ম্যাচে হার মানে সিরিজ় পরাজয়। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েড বলছেন বুমরাহকে নিয়ে পরিকল্পনা পরিবর্তন করতে হবে শুভমানদের।