আমুদরিয়া নিউজ: ব্রিকসের সদস্য দেশগুলির উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ব্রিকসের আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে দেশ যুক্ত থাকবে তাদের উপর আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। কোনওভাবেই এই নীতি পালটানো হবে না, কোনও ছাড় দেওয়া হবে না। সকলকে অনেক ধন্যবাদ।’ ট্রাম্পের ওই হুমকির পরে এ বার মুখ খুলল ‘ব্রিক্স’-এর অন্যতম সদস্যরাষ্ট্র চিন। তারা বুঝিয়ে দিয়েছে, ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিরক্ত বেজিং। ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের হুমকির প্রেক্ষিতে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, অন্যের উপর চাপ তৈরির জন্য শুল্ককে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। শুল্ককে এ ভাবে ব্যবহার করলে কারও কোনও লাভ হবে না বলেও মনে করছে বেজিং। চিনের মতে, যেভাবে বিশ্বজুড়ে একের পর এক দেশের উপর জোর করে শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প তা আসলে জুলুমের সমান। পাশাপাশি, ‘ব্রিক্স’-এর আর এক সদস্যদেশ দক্ষিণ আফ্রিকাও জানিয়েছে, তারা আমেরিকাবিরোধী নয়।
