আমুদরিয়া নিউজ: অসামরিক উড়ানের জন্য খুলে গেল ইরানের আকাশসীমা। প্রায় তিন সপ্তাহ পর শুক্রবার থেকে শুরু হল বিমান চলাচল। গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। এই হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। জবাবে তেল আভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। এবার খুলে গেল ইরানের আকাশসীমা। পাশাপাশি খুলে গিয়েছে সে দেশের বিমানবন্দরগুলিও।
