আমুদরিয়া নিউজ: পাকিস্তান থেকে এবার ব্যবসা গুটিয়ে ফেলল বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। খবরটি নিশ্চিত করেছেন পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান। কারণ হিসেবে জাভেদ বলেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণে পাকিস্তানে ব্যবসা করার মতো নিরাপত্তা তারা পাচ্ছেন না। ব্যবসার হারও অত্যন্ত খারাপ। নিম্নমানের। এই সিদ্ধান্তের ফলে কত কর্মী যে বেকার হলেন, তার ইয়ত্তা নেই। ২০০০ সালের ৭ মার্চ পাকিস্তানে ব্যবসা শুরু করে মাইক্রোসফট। ২৫ বছর ধরে এই বহুজাতিক সংস্থা পাক অর্থনীতিতে বড় ভূমিকা পালন করেছিল।
