আমুদিরয়া নিউজ : লায়েক ছেলে বাবাকে বলল, বাবা কাল রাতে আমার সঙ্গে এক ভুতুড়ে কাণ্ড ঘটেছে। বাবা কৌতুহলি হয়ে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে ? ছেলে বলল, আমি কাল রাতে যেই প্রস্রাব করতে গিয়েছি অমনি এক অদ্ভুত কান্ড ঘটল। আমি বাথরুমের দরজা খুলতেই আলো জ্বলে উঠল। ঠাণ্ডা হাওয়াও বইতে শুরু করল। আমি কিছুই বুঝতে পারলাম না। বাবা জিজ্ঞাসা করলেন, কাল রাতে কী চড়িয়েছিলি হতভাগা ? ছেলে বলল, কেন ? ওল্ড মঙ্ক। বাবা বললেন, তাই তো আমি বলি, ফ্রিজের মধ্যে কে আবার পেচ্ছাব করল। এই ট্রোল ভিডিও দেখে নেটিজেনদের মাথা মাথা ভোঁ ভোঁ।
