আমুদরিয়া নিউজ : সন্তানের কীর্তিতে হতবাক হয়ে গিয়েছেন এক মহিলা। তাঁর বাবার অস্থি বাড়িতে রাখা ছিল একটি স্থানে। তাঁর ছেলে সেই অস্থি খুঁজে বার করে ফেলে। এর পরেই সেই ছাই খেয়ে নেয়। ছেলের কীর্তিতে আঁতকে উঠেছেন ওই মহিলা। ঘটনাটির ভিডিও তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। অনেকেই সেই ভিডিও দেখে ভেবেছেন এপ্রিল ফুলের প্র্যাঙ্ক করছেন তিনি। একজন লিখেছেন, ”এভাবেই হয়তো পুনর্জন্ম হয়।”
