আমুদরিয়া নিউজ : রেগে স্বামীকে রুটির বেলন ছুড়ে মারলেন স্ত্রী। স্বামী সন্দেহের বশে মোবাইলে স্ত্রীর কথোপকথন রেকর্ড করতে চেয়েছিলেন। কার কার সঙ্গে স্ত্রী কথা বলেন জানার জন্য স্বামী এক ফন্দি বের করেন। স্ত্রীর মোবাইলে ডাউনলোড করেন কথা রেকর্ড করার অ্যাপ। স্ত্রীও মোবাইল ঘাটতে গিয়ে আবিষ্কার করেন অ্যাপটি। স্বামীর এই কান্ড জানতে পেরে স্ত্রী রেগেই আগুন। স্বামীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
