আমুদরিয়া নিউজ : ১ দিন আগেই দলের বিভিন্ন পদ থেকে অপসারণের পর এবার নিজের ভাইপোকে বহুজন সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করলেন মায়াবতী। ফলত, তাঁর ভাইপো আকাশ আনন্দের রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় জলে। আকাশের দল বিরোধী কাজকর্মের জন্যই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনই জানা হিয়েছে।
