আমুদরিয়া নিউজ : বাইরে বের হতে গাড়িতে বসলেন স্বামী-স্ত্রী। গাড়ির স্ক্রিনে একজনের ফোন আসতে দেখা গেল। যিনি ফোন করছিলেন তার নামও স্ক্রিনে ভেসে উঠল। নাম লেখা ছিল গদ্দার। কিছু বেগতিক হতে পারে ভেবে ফোন ধরেই স্বামী বললেন, আমি গাড়িতে আছি। ফোন লাউডস্পিকারে আছে। আর পাশে তোর বউদি আছে। অপর প্রান্ত থেকে শোনা গেল, এত কিছু কেন বলছিস ? আমি গালিগালাজ করেছি নাকি ? এতটুকু শুনে স্বামী আশ্বস্ত হলেন। এবার ফোনে শোনা গেল, নমস্কার রিয়া বউদি। স্বামী ততক্ষণাত তেড়েফুড়ে বললেন, আরে আজকে অফিস ছুটি। কন্ঠস্বর বলল, সরি সরি মানসী বউদি। ভেরি সরি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর টাইটেল, রাম নাম সত্য হ্যায়।
