আমুদরিয়া নিউজ : বউয়ের সাথে সেলফি তোলাই কাল হল মাও নেতা জয়রাম রেড্ডি ওরফে চালাপাতির জন্য। সম্প্রতি ওড়িশায় এনকাউন্টারে মৃত ২০ জন মাওবাদীর দলের একজন ছিলেন এই চালাপাতি। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। সেলফির সূত্রেই ছত্তিশগড়ের গারিয়াবান্দার জঙ্গল থেকে তাঁকে খুজে বের করে গুলি করে মেরেছে আধা সামরিক বাহিনী।
