আমুদরিয়া নিউজ: ৩০০ বছরের ঐতিহ্য মেনে প্রতি বছর দীপাবলির পরদিন ‘হিংগোট যুদ্ধ’ পালিত হয় মধ্যপ্রদেশের ইন্দোরে। এবার সেই উৎসবে আগুনে ঝলসে জখম হলেন অন্তত ৩৫ জন। আহতরা ভর্তি হাসপাতালে। মঙ্গলবার ইন্দোরের গৌতমপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। ‘হিংগোট যুদ্ধের’ সূচনা হয়েছিল মোগল আমলে। ১৬৮০-১৭০৭ সালের মোগল-মারাঠা যুদ্ধকে স্মরণীয় করে রাখতে এখনও প্রতি বছর প্রতীকী ‘যুদ্ধ’ করেন গৌতমপুরা এবং রুঞ্জির মানুষ। ‘তুরা’ এবং ‘কালাঙ্গি’ নামে দু’টি দল গড়ে শুরু হয় যুদ্ধ। সেখানে দু’পক্ষ বারুদভর্তি শুকনো হিংগোট ফল ছোড়ায় ঝলসে গিয়েছেন অন্তত ৩৫ জন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে।