আমুদরিয়া নিউজ: পঞ্চভূতে বিলীন হলেন গায়ক জুবিন গর্গ। মঙ্গলবার ভোরে এইমসে ময়নাতদন্তের পর নির্ধারিত সময়ে কামারকুচি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্য শুরু হয়। এদিন অর্জুন বরুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে জুবিনের শববাহী গাড়ি পৌঁছয় শেষকৃত্যস্থলে। একুশ তোপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল গায়ককে। ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তাঁর হাজারো অনুরাগী। গুয়াহাটির জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ ছিল। গায়ককে শেষবার দেখতে এসেছিল তাঁর পোষ্যরা। ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই গত শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ হারান তিনি।