আমুদরিয়া নিউজ: শনিবার সকালে প্রতিমা ডাকুয়া নামে এক যুবতী জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই ক্ষেতেই ওত পেতে ছিল এক চিতাবাঘ। ধান কাটার কাজ শুরু হতেই সে আচমকা প্রতিমার উপর আক্রমণ করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাঁদের দিকেও তেড়ে যায় চিতাবাঘটি। এতে প্রতিমা-সহ পাঁচ জন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কোচবিহারের মাথাভাঙা-১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায়।