আমুদরিয়া নিউজ : বুধবার পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের দাদর এলাকায় টেকনো হাইটসের ১৪ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে ২০ বছর বয়সী এক মহিলা আত্মঘাতী হয়েছেন। মৃতা জানা সেথিয়া, বি কম তৃতীয় বর্ষের ছাত্রী। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে একটি ডায়রি পাওয়া গিয়েছে যা খতিয়ে দেখা হচ্ছে।
