আমুদরিয়া নিউজ : রবিবার রাঁচিতে ভোট প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড সরকারকে তুলোধোনা করেন তিনি। তারই জবাবে শেখ হাসিনার প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশ্ন করেন, বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রীকে কোন স্বার্থে নিরাপদ আশ্রয় দিয়েছে দিল্লি? বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের কোন গোপন চুক্তি রয়েছে কি?