আইপিএলে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি আর রবীন্দ্র জাদেজা যেন সমার্থক হয়ে উঠেছিল। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন জাদেজা। সেই অলরাউন্ডার এবার চেন্নাই ছাড়লেন। তাও প্রায় ৪ কোটি টাকা কমে। কেন! চেন্নাই সর্বশেষ মেগা নিলামের আগে চেন্নাই ১৮ কোটি টাকায় তাঁকে দলে ধরে রেখেছিল। তবে রাজস্থান রয়্যালসে জাদেজা পাবেন ১৪ কোটি টাকা। তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়ালসে। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। এখন ৩৭ বছর বয়সী জাদেজা হয়তো বাকি কেরিয়ার সেই দলেই খেলতে চান।