আমুদরিয়া নিউজ : দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জন মারা গেছেন। বেঁচে যাওয়া দুজন হলেন লি আর কোয়ান। ৩২ বছরের লি এবং ২৭ বছরের কোয়ান, দুজনেই বিমানের ক্রু মেম্বার। দুজনের ডিউটি ছিল বিমানের একদম পেছনের গেটের পাশে। যাত্রীদের নামার সময়ে সহযোগিতা করার জন্য। ওই বিমানটি বিমানবন্দরে নামার পরে রানওয়ে থেকে ছিটকে আগুন ধরে যায়। তাতে ১৭৯ জন মারা যান ২৮ ডিসেম্বর। বিমানের লেজের অংশ থেকে লি আর কোয়ানকে আচ্ছন্ন অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে নেওয়ার পরে লি বার বার জিজ্ঞাসা করতে থাকেন, আমি কোথায় এলাম? এখন আমি কোথায়? কোয়ানেরও দুর্ঘটনার কিছু মনে পড়ছে না। দুজনেই ভয়ংকর ট্রমায় রয়েছেন বলে চিকিৎসকদের মত। দুজনের শরীরে বেশ কিছু চোট রয়েছে। তবে মানসিক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা নিয়েই সকলে উদ্বিগ্ন।