আমুদরিয়া নিউজ ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক বিনোদ বচ্চনকে গ্লোবাল প্রেসটিজ অ্যাওয়ার্ড দেওয়া হল। ব্রিটেনের হাউস অব লর্ডস থেকে তা দেওয়া হল তার চলচ্চিত্রে অবদানের জন্য। তঁর প্রোডাকশন হাউস সৌন্দর্য প্রোডাকশন থেকে গিন্নি ওয়েডস সানি, শাদি মে জরুর আনা, তানু ওয়েড মানু, জিলা গাজিয়াবাদ, এর মতো অনেক সিনেমা আছে।