আমুদরিয়া নিউজ : আমেরিকা এতদিন আরব বিশ্বে অস্ত্র বিক্রির ব্যাপারে তেমন আগ্রহী ছিল না। এবার আমেরিকা সৌদি আরবের কাছে উন্নত মানের এফ-৩৫ যুদ্ধ বিমান বিক্রির অনুমতি দেবে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। সোমবার ট্রাম্প ওই যুদ্ধ বিমান বিক্রির প্রশ্নে সম্মতি দেন। আজ, মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স বা যুবরাজ মহম্মদ বিন সালমান আমেরিকা সফরে যাচ্ছেন। সোমবার সাংবাদিকদের ট্রাম্প জানান, তাঁরা এফ-৩৫ বিক্রি করবেন। তিনি জানান, তারা কিনতে চান এবং তারা বেশ ভাল বন্ধু দেশ।