আমুদরিয়া নিউজ: যে দেশগুলি আমেরিকার সঙ্গে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করবে না, তাদের উপর নূন্যতম ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক চাপানো হবে। সোমবার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজের অভিজাত গল্ফ রিসর্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক সারেন ট্রাম্প। ওই বৈঠকের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “যাদের সঙ্গে বাণিজ্য সমঝোতা হয়নি তাদের উপর ১৫-২০ শতাংশের মধ্যে শুল্ক থাকবে। বৈশ্বিক শুল্ক হিসেবে এই দুটির মধ্যে কোনও একটি ধার্য করা হবে। কারণ, আমি ২০০টি চুক্তি করতে পারব না।” বাণিজ্যিক সমঝোতা না-হওয়া দেশগুলির জন্য আমেরিকার এই ন্যূনতম শুল্ককে নতুন ‘বৈশ্বিক শুল্ক’ বলে ব্যাখ্যা করেন ট্রাম্প। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার বাণিজ্যিক ঘাটতি দূর করতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। এপ্রিল মাসে সব দেশের উপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এ বার তা আরও বৃদ্ধি করে ১৫-২০ শতাংশ করতে চলেছেন তিনি। ইতিমধ্যে বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে নিয়েছে আমেরিকা। তবে ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে দর কষাকষি এখনও চলছে।
