আমুদরিয়া নিউজ: বিভিন্ন দেশের উপরে চাপানো তাঁর অধিকাংশ শুল্কই ‘বেআইনি’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরাল ধাক্কা দিয়ে জানাল মার্কিন আদালত। আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। শুক্রবার তার রায়ে আদালত জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনেক সিদ্ধান্তই বেআইনি। এ ভাবে শুল্ক আরোপ করে দেওয়া যায় না। এখনই অবশ্য তাঁর আরোপিত শুল্কে স্থগিতাদেশ দেয়নি আদালত। আপাতত মার্কিন প্রেসিডেন্টকে সময় দিচ্ছে আদালত। অক্টোবর পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে বলে জানানো হয়েছে এই নিয়ে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ আদালতের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। লিখেছেন, ‘সমস্ত শুল্কই এখনও কার্যকর রয়েছে। আজ এক আদালত ভ্রান্তিবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্কগুলি সরিয়ে নেওয়া উচিত। কিন্তু ওরা জানে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে।’ সেই সঙ্গেই তাঁর দাবি, ‘যদি শুল্ক তুলে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে।’ ট্রাম্প ঘোষণা করেছেন, এই লড়াই তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন। জানিয়েছেন ট্রাম্প।
