আমুদরিয়া নিউজ: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।’ মমতার আরও সংযোজন ‘আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।’ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ এদিন মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে রয়েছে টিএমসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী সভা। সেই সভায় প্রধান বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
