আমুদরিয়া নিউজ :  গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ায় ৪ টির বেশি জায়গায় দাবানলের সৃষ্টি হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৪ জনের। হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। রবিবার রাত পর্যন্ত, আগুন নেভানোর জন্য পাঁচটি এলাকায় প্রায় ৯,০০০ দমকলকর্মী , পুলিশ, সরকারি কর্মচারী এবং ১২০টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। সোমবার সকালেও আগুন  নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		