আমুদরিয়া নিউজ : ভারত ভুটান সীমান্তে আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ায় রণবাহাদুর পিকনিক স্পটে দিন দিন বাড়ছে পিকনিক প্রেমী সহ পর্যটকদের সংখ্যা। পাহাড়, জঙ্গল,নদী ও চা বাগান ঘেরা এই পিকনিক স্পটটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। জেলা তো বটেই বাইরের জেলাগুলি থেকে পিকনিক প্রেমীরা যেমন আসছেন তেমনি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও পিকনিক প্রেমীরা পিকনিক করতে ভীড় জমাচ্ছেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পিকনিক স্পটটিতে। পিকনিক স্পটের উদ্যোক্তারা জানান তারা কুড়ি বছর আগে এই পিকনিক স্পট গড়ে তুলেছিলেন।
আজ পর্যন্ত কোনো পিকনিক প্রেমী এই স্পটের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তারা জানান এই পিকনিক স্পটে পিকনিক করতে আসা মানুষদের যা যা প্রয়োজন সব মজুত আছে। এখানে তোর্সা নদীর ঠান্ডা হাওয়ার সাথে গরম রোদ গায়ে মেখে জঙ্গলের হরেক পাখির ডাক শুনে, চা বাগানের সবুজ পটভুমিতে অদূরে ভুটান পাহাড়ের মৌন সৌন্দর্য উপভোগ করতে করতে বন ভোজনের মজাটাই ভিন্ন অনুভূতি এনে দেয় পিকনিক প্রেমীদের মনে। এই পিকনিক স্পটটি দিন দিন পর্যটকদেরও আকর্ষণ করছে। পিকনিক স্পটের উদ্যোক্তারা জানান বিগত কয়েক বছরে এখানে অসম, সিকিম,রাজস্থান সহ বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এসেছেন। তারা বলেন এখানে পর্যটন দপ্তর কিছু পরিকল্পনা গ্রহন করে এই সুন্দর স্থানটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে তাদের বিশ্বাস।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম
 
					 
			 
		 
		 
		 
		