সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অধীন সলসলাবাড়ি মোড়ে একত্রিশ /সি জাতীয় সড়কে একটি ষোলো চাকা ট্রেলার ট্রাকের ধাক্কায় শুক্রবার সকালে মৃত্যু হলো এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার এর। মৃত সিভিক ভলান্টিয়ার এর নাম বিশ্বজিত গোস্বামী, বাড়ি মাঝেরডাবরী গ্রামে। জানা গেছে এদিন তিনি জাতীয় সড়কের সলসলাবাড়ি মোড়ে যানবাহন নিয়ন্ত্রনের কাজ করছিলেন, সেই সময় অসম থেকে শিলিগুড়ি গামী একটি ষোলো চাকার ট্রেলার ট্রাক পিছন থেকে বিশ্বজিতকে ধাক্কা মারে। ধাক্কায় বিশ্বজিত ছিটকে পড়েন সড়কের উপর।
স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিশ্বজিতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গন বিশ্বজিতকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘাতক ট্রেলার সহ চালককে আটক করে। ট্রেলারটিকে বাজেয়াপ্ত করে চালককে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। বিশ্বজিতের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।