আমুদরিয়া নিউজ : ৩৪ বছর পর ফের শিলিগুড়িতে বড় মাপের টেবিল টেনিস টুর্নামেন্ট হতে চলেছে। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন (চ্যাপ্টার-২)-এর উদ্যোগে এবং টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম সারা বাংলা ও আন্তঃ জেলা টেবিল টেনিস প্রতিযোগিতা। যে টুর্নামেন্টের নাম ভারতী ঘোষ মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ। আগামী ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সংস্থার পক্ষ থেকে সুব্রত রায়, মান্তু ঘোষ, অনুপ বসু, রানা দে সরকার ও অর্পিতা দে সরকার। মেয়র জানান, অনেকত বছর পরে এত বড় মাপের টিটি টুর্নামেন্ট হচ্ছে শিলিগুড়িতে।