আমুদরিয়া নিউজ: অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট ৩ হাজার ৫১২ জনের। গ্রুপ-সিতে ১১৬৬ জন ও গ্রুপ-ডিতে ২৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন বলে জানানো হয়েছে। সুপ্রিম নির্দেশ মেনে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। আগেই পরীক্ষায় বসেছেন শিক্ষক-শিক্ষিকারা। আর এবার নতুন করে পরীক্ষায় বসতে চলেছেন গ্রুপ সি ও গ্রুপ ডি-র শিক্ষাকর্মীরা। তালিকা প্রকাশের পরই চাকরিহারা ‘যোগ্য’ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীর নিয়োগের আবেদন গ্রহণও শুরু হল। কমিশনের তরফে জানানো হয়েছে, যে ৩,৫১২ জনের নাম দেওয়া হয়েছে, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।