আমুদরিয়া নিউজ: সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। সোনমের গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন তিনি। লাদাখে অশান্তির ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে গ্রেফতার করা হয়। রকারি সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে লেহর জেলে না রেখে তাঁকে পাঠানো হয়েছে রাজস্থানের জোধপুর জেলে। এই গ্রেপ্তারি নিয়ে সারা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবীন্দ্র গুপ্তকে চিঠি লিখে স্বামীর অবিলম্বে মুক্তি চেয়েছেন গীতাঞ্জলি। পাশাপাশি এবার শীর্ষ আদালতেরও দ্বারস্থ হলেন তিনি।