আমুদরিয়া নিউজ: ২০ বছর কোমায় থাকার পর শেষমেশ মৃত্যু হল সৌদির প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের। শনিবার প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০০৫ সালে লন্ডনে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজপুত্র আলওয়ালিদ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫। ব্রেন ইনজিওরি এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের জেরে সম্পূর্ণ কোমায় চলে যান। তার পর দীর্ঘ ২০ বছর কোমায় ছিলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র।’ বছর দুই আগেই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যুবরাজকে ‘জাগানো’ আর সম্ভব নয়। কিন্তু তাঁর বাবা, প্রিন্স খালেদ বিন তালাল, কখনও ছেলের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার অনুমতি দেননি। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		