আমুদরিয়া নিউজ : বুধবার জম্মু ও কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলায় সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার দুপুরের এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজনদের নাম আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা। তাঁদের কোড নামও ছিল – মুসা, ইউনুস এবং আসিফ। এমনও জানা গিয়েছে যে, তাঁরাই নাকি পুঞ্চের জঙ্গি সম্পর্কিত ঘটনায় জড়িত ছিল।