আমুদরিয়া নিউজ: শনিবার ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়কে ফের যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপর থেকে একটি বোল্ডার নেমে আসে। গত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান প্রশাসনের। তার ফলে আপাতত বন্ধ যানচলাচল। ঘুরপথে দার্জিলিং থেকে সিকিম যেতে হচ্ছে পর্যটকদের। কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেই জানিয়েছে প্রশাসন।
