আমুদরিয়া নিউজ : আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। শাসক ও বিরোধী দুই শিবিরেই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। এর মাঝেই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? শনিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে “শক্তিশালী নেতা” বলে প্রশংসা করেন। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অধীর কি তবে পদ্ম শিবিরে যাচ্ছেন? শুভেন্দু বলেন, “মমতার বিরুদ্ধে লড়লে অধীরকে সরাত না কংগ্রেস।” দীর্ঘদিন তৃণমূল বিরোধী অবস্থানে থাকা অধীরকে সম্প্রতি সরিয়ে শুভঙ্কর সরকারের হাতে কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দলের ভেতরেই অসন্তোষ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, এসআইআর ইস্যুতে চাপের মুখে বিজেপি ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামছে বলে ধারণা। শুভেন্দুর প্রশংসা তাই রাজনীতিতে নতুন জল্পনা ছড়িয়েছে।