আমুদরিয়া নিউজ: প্রথম বার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা শরমন জোশী। জানা গিয়েছে পরিচালক এমএন রাজ একটি রোম্যান্টিক ছবি তৈরি করতে চলেছেন। ছবির নাম ‘ভালবাসার মরসুম’। ছবিতে শরমনের বিপরীতে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে মন দিয়ে বাংলা বলা শিখছেন শরমন। সূত্রের খবর, এই সিনেমায় নাকি বাংলাদেশি শিল্পী খাইরুল বাসারকেও দেখা যাবে। আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মরসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। আগামী বছরের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের।
