আমুদরিয়া নিউজ : ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত সম্প্রতি এক রায়ে পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য যে সব দেশে সমকামী বিবাহ চালু রয়েছে, সেই দম্পতিদের স্বীকৃতি দিতে বলা হয়েছে।
ইউরোপীয় ন্যায়বিচার আদালত (ইসিজে) বলেছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলি “অন্য সদস্য রাষ্ট্রে আইনত সম্পন্ন” দুই ইইউ নাগরিকের মধ্যে সমকামী বিবাহকে স্বীকৃতি দিতে বাধ্য।
এই রায়ে ২০১৮ সালে বার্লিনে বিবাহিত এক পোলিশ দম্পতির মামলার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যখন তারা পোল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কর্তৃপক্ষ তাদের বিয়ের সার্টিফিকেটকে স্বীকৃতি দিতে তায়নি। কারণ, পোল্যান্ডের আইন সমকামী বিয়েকে স্বীকৃতি দেয় না।
কিন্তু, ইসিজে স্পষ্ট করে দিয়েছে যে একই লিঙ্গের মানুষের মধ্যে বিয়েকে স্বীকৃতি দেওয়ার জন্য পোল্যান্ডের আইন পরিবর্তন করতে হবে না। কিন্তু ইইইুয়ের সদস্য দেশে সমকামী বিয়ে হয়ে থাকলে সেটা মানতে হবে।
২০০১ সালে নেদারল্যান্ডস সমকামী বিয়েকে স্বীকৃতি দেয়। তার পরে আরও কয়েকটি ইইউ দেশও একই পদক্ষেপ করেছে। কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এখনও সমকামী বিয়েকে মানেনি।
আদালত কেন এমন রায় দিচ্ছে সেটাও ব্যাখ্যা করেছে। আদালত বলেছে, ওই সমকামী দম্পতির ইইউ নাগরিক হিসেবে জার্মানিতে চলাফেরার স্বাধীনতা এবং পারিবারিক জীবনযাপনের অধিকার ছিল। এখন পোল্যান্ডে পিরলে সেই অধিকার থাকবে না কেন!
সমকামী বিবাহকে ইউরোপিয়ান ইউনিয়ন জুড়ে সম্মান করতে হবে, পোল্যান্ডকে শীর্ষ আদালতের নির্দেশ
Leave a Comment