আমুদরিয়া নিউজ: পাকিস্তানকে নিজের বাড়ি বলে মনে হয়! এমনই বেফাঁস মন্তব্য করলেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পিত্রোদা জানান, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি জরুরি। হিংসা আর সন্ত্রাসবাদ থাকলেও, প্রতিবেশীদের সঙ্গে ভারতের এক ধরনের মিল রয়েছে। ঝগড়া করে নয়, শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সহাবস্থান করতে হবে। তিনি বলেন, “আমার মতে, প্রতিবেশী দেশগুলোর কথা মাথায় রেখেই আমাদের বিদেশনীতি প্রণয়ন করা উচিত। প্রতিবেশীদের সঙ্গে কি আমাদের সম্পর্কের উন্নতি হতে পারে? আমি পাকিস্তানে গিয়েছি। আপনাদের অবশ্যই বলতে চাই, পাকিস্তানে গিয়ে আমার মনে হয়েছে এটাই আমার বাড়ি। একই কথা নেপাল, বাংলাদেশের ক্ষেত্রেও খাটে। এসব জায়গায় গেলে মনেই হয় না বিদেশে রয়েছি।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই প্রবল কটাক্ষের মুখে পড়েছেন পিত্রোদা। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রাহুল গান্ধীর প্রিয় পাত্র সাম পিত্রোদা নাকি পাকিস্তানে ঘরের মতো অনুভব করেন। এ জন্যই তো ইউপিএ ২৬/১১-র পর কোনও কঠোর পদক্ষেপ নেয়নি।”
