আমুদরিয়া নিউজ: দুই দশক পরে ফের বড় পর্দায় ফিরতে চলেছে গোবিন্দা-সলমন জুটি! সূত্রের খবর, সলমন খান এবং গোবিন্দা একটি প্রোজ়েক্টের জন্য কাজ শুরু করেছেন ইতিমধ্যেই। ছবিটি যদিও এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং ছবির নামও ঠিক হয়নি। প্রসঙ্গত, সলমন ও গোবিন্দা ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের ‘পার্টনার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাই ১৮ বছর পর ফের পর্দায় এই জুটিকে প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন দর্শক। যদিও এব্যাপারে এখনও মুখ খোলেননি সলমন বা গোবিন্দা।