আমুদরিয়া নিউজ: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন স্ত্রী এই অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন আর জি করের নির্যাতিতার বাবা। সোমবার তিনি শেক্সপিয়র সরণি থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জমা দেন বলে খবর। সেখানে তিনি দাবি করেছেন, সেদিন অভিযানের সময় প্রথমে তাঁর স্ত্রীর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়। এরপর মাথা ও পিঠে আঘাত করে পুলিশ। আঘাতের জেরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা। তাঁর দাবি, ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মা-কে ভর্তি করা হলে সেখানে তাঁকে প্রায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তারপরেও কোন ইনজুরি সার্টিফিকেট পাননি তাঁরা। পরিবর্তে হাতে আসে একটি ডিসচার্জ রিপোর্ট। যেখানে পুলিশের হামলার প্রসঙ্গ উল্লেখ ছিল না। আরজি কর হাসপাতালে মেয়েকে ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের ডাকে সাড়া দিয়ে মিছিলে যোগ দেয় বিজেপি।
