আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৭-র নিজের বাড়িতেই খুন হন রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫)। পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে নেন রাধিকার বাবা দীপক। এই খুনের কারণ হিসেবে একাধিক তথ্য উঠে এসেছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর সেই অ্যাকাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না। ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন। আর তাতেই আপত্তি ছিল রাধিকার বাবা দীপকের। দীপক তাঁকে অনেক বার এই প্রশিক্ষণের বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাধিকা বাবার সেই আপত্তি কানে তোলেননি। সেই থেকেই অশান্তি। তবে রাধিকার মিউজিক ভিডিয়ো করা বা সোশ্যাল মিডিয়ায় থাকা- ঘটনার পিছনে এইসব কারণ পুরোপুরি নাকচ করে দিয়েছে পুলিস।