আমুদরিয়া নিউজ: আগামী ৩০ ও ৩১ জুলাই দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, ৩০ জুলাই দুপুরে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথে দুপুর ১টা ২০ মিনিট নাগাদ কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে পৌঁছবেন তিনি । কল্যাণীতে বিএসএফ অফিসার্স মেস-এ মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি। এরপর কল্যাণী এইমস-এ প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিকেলে কলকাতা ফিরে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। রাতে রাজভবনে থেকে পরদিন অর্থাৎ, ৩১ জুলাই কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরবেন তিনি। রাষ্ট্রপতির সফর ঘিরে কলকাতা, কল্যাণী ও দক্ষিণেশ্বরে নিরাপত্তা তুঙ্গে।
