আমুদরিয়া নিউজ: কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশকে এবছর ‘ভারত গৌরব’ সম্মান প্রদান করছে ইস্টবেঙ্গল ক্লাব৷ প্রতিবারের ন্যায় এ বছরও ১ আগস্ট জাঁকজমক করে পালিত হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। মূল অনুষ্ঠান হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম। সেদিনই বর্ষসেরাদের পুরস্কৃত করা হবে। এ বছর জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক সত্যজিত মিত্র ও মিহির বসু। বর্ষসেরা ফুটবলারের সম্মান পাবেন শৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ। সেরা উদীয়মান ফুটবলারের সম্মান পাচ্ছেন পিভি বিষ্ণু। বর্ষসেরা ক্রিকেটার হিসাবে সম্মান পাবেন কনিষ্ক শেঠ। সেরা কোচ হিসাবে পিকে ব্যানার্জি স্মৃতি সম্মান পাবেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রু। এ ছাড়া সেরা রেফারি হিসাবে সম্মান পাবেন করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মান পাচ্ছেন ইস্টবেঙ্গল ও ভারতীয় মহিলা দলের ফুটবলার সঙ্গীতা বাসফোর। সম্মানিত হবেন গ্র্যান্ডমাস্টার দাবাড়ু আরণ্যক ঘোষ।