আমুদরিয়া নিউজ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠকে বসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মোদির সঙ্গে ফোনালাপের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি উভয় বিষয়েই।” পালটা সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলতে পেরে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানতে পেরে খুশি হয়েছি। যুদ্ধের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের দৃঢ় অবস্থানের কথা আমি জানিয়েছি। ভারত এই বিষয়ে যাবতীয় কর্তব্য সম্পাদনে বদ্ধপরিকর। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।”
