আমুদরিয়া নিউজ: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি। বিমানটিতে গোলযোগ ধরা পড়ার পরে মাঝ-আকাশে বসে ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেছিলেন যুদ্ধবিমানের পাইলট। তার পরেও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত উপায় না দেখে বিমান থেকে প্যারাশুটে চেপে ঝাঁপ দেন চালক। দুর্ঘটনাটি সাম্প্রতিককালের নয়। ২০২৫ সালের শুরুতে আলাস্কায় এমনটা ঘটে গিয়েছিল। তারই ভাইরাল ভিডিও নিয়ে সম্প্রতি ফের চর্চা শুরু হয়েছে। আকাশে ওড়ার পর চালক বিমানটির যান্ত্রিক গোলযোগে সমস্যায় পড়েন। সে সময় পাইলট যুদ্ধবিমানের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন। প্রায় ৫০ মিনিট ধরে ইঞ্জিনিয়ারের নির্দেশ মেনে যান্ত্রিক গোলযোগ সারানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এরপরেই বিমান থেকে ঝাঁপ দেন চালক। আমেরিকার বায়ুসেনার অনুসন্ধানকারী দল জানিয়েছে, যে সময় বিমানটি ভেঙে পড়েছিল, তখন আমেরিকার ওই বিমানবন্দরের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট অনুসারে, বিমানের নোজ়ের হাইড্রলিক তরলের তিন ভাগের এক ভাগই ছিল জল। ঠান্ডার কারণেই তেমন হয়েছিল। শেষ পর্যন্ত যুদ্ধ বিমানের সমস্যা না মিটলেও সফলভাবে ককপিট থেকে ইমার্জেন্সি ইজেক্ট করতে পেরেছিলেন পাইলট। তার জেরেই প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।
