আমুদরিয়া নিউজ: গত কয়েকদিন ধরে একটানা ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। সংবাদ সংস্থা জানিয়েছে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০০ পার করেছে। মৃত্যু ও ক্ষয়ক্ষতির হিসেবে শীর্ষে পঞ্জাব প্রদেশ। সেখানে মৃত্যু হয়েছে ১২৩ জনের। খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছেন ৪০ জন। সিন্ধু প্রদেশে ২১ জন। এ ছাড়া, বালোচিস্তানে ১৬ জন এবং রাজধানী ইসলামাবাদ এবং পাক অধিকৃত কাশ্মীরে এক জন করে মারা গেছেন। ক্ষতিগ্রস্ত এক কোটিরও বেশি মানুষ। পাশাপাশি, এ পর্যন্ত ৫৬০ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী কয়েকদিনেও সেদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
