আমুদরিয়া নিউজ : গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলায় ‘যোগ্য’ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা এক নির্দেশে জানিয়েছেন, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়াদের মধ্য়ে যাঁরা সুনির্দিষ্টভাবে অযোগ্য নন, তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে বলে আদালত জানিয়েছে। যাতে তাঁরা আগামী নিয়োগে বয়সজনিত ছাড় পান, সেই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি স্পষ্ট করেছেন, যাঁরা আগের ওয়েটিং লিস্টে ছিলেন এবং বর্তমান যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তাঁরাও বয়সে ছাড়ের সুবিধা পাবেন।
এর আগে আদালত ৭২৯৩ জন দাগির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, যেখানে রোল নম্বর, নম্বর, বাবার নাম ও ঠিকানা উল্লেখ রাখার কথা বলা হয়। যদিও এসএসসি জানিয়েছে, ৩৫১২ জনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সে জন্য অনেক গ্রুপ সি ও ডি প্রার্থী ক্ষতিগ্রস্ত হন। আদালতের নির্দেশ মেনে এ বছর নতুন নিয়োগ পরীক্ষা শুরু করেছে এসএসসি। এখন এসএসসি কবে দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করবে, তা-ই নির্ধারক হয়ে দাঁড়িয়েছে গ্রুপ সি ও ডি নিয়োগের ভবিষ্যতের ক্ষেত্রে।