আমুদরিয়া নিউজ : ইরানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মাদি। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ডিসেম্বর মাসের শুরুতে ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেফতার করে। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোহাম্মদির স্বামী তাঘি রহমানি এক্স পোস্টে এ খবর দিয়েছেন। এর আগেও মহিলাদের অধিকার নিয়ে কাজ করা মোহাম্মদিকে গ্রেফতার করা হয়।