আমুদরিয়া নিউজঃ ওকি ও বন্ধু কাজল ভ্রমরা রে- ভাওয়াইয়া গানে রাসমেলায় দর্শকদের মন জিতলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী উত্তরবঙ্গের মেয়ে নীলাঞ্জনা রায়। শুক্রবার রাতে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন জি টিভি সারেগামাপা ২০২২ এর বিজয়ী উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা।
এদিন তার কন্ঠে বাংলা, হিন্দি গান শুনে আনন্দে মাতেন শ্রোতারা। ঐতিহ্যবাহী রাসমেলায় উত্তরবঙ্গের ঘরের মেয়ের কন্ঠে গানের আনন্দ নিতে এদিন বিপুল জন সমাগম হয়েছিল। তবে তার কন্ঠে উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া এদিন অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে। জনপ্রিয় ভাওয়াইয়া গান বন্ধু কাজল ভ্রমরা রে- শুনে অভিভূত হন দর্শকরা। এছাড়া তার অন্যান্য গানেও মেতে ওঠেন মেলায় আগত মানুষজন।