আমুদরিয়া ডেস্ক: আগেই অভিযুক্ত ছিলেন আবগারি দুর্নীতিতে। এবার নয়া কেলেঙ্কারিতে নাম জড়াল দুই আপ নেতা সত্যেন্দ্র জৈন ও মনীশ সিসোদিয়ার। ২ হাজার কোটি টাকার সরকারি স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণ দুর্নীতিতে অভিযুক্ত হলেন এই দুই আপ নেতা। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির কুর্সিতে থাকাকালীন আপ সরকায়ের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মনীশ। অন্যদিকে সত্যেন্দ্র ছিলেন পূর্ত দপ্তরের মন্ত্রী। সরকারি ভবন নির্মাণের দায়িত্ব ছিল এই দপ্তরের হাতেই। তদন্তকারীদের অভিযোগ, আপের শাসনকালে ১২,০০০-এরও বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন অত্যধিক ব্যয়ে নির্মিত হয়েছিল। সব মিলিয়ে প্রায় ২০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।সম্প্রতি বিজেপির তরফে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে।
