আমুদরিয়া নিউজ: দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে উদ্যোগী না হয় তাহলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির ওপর ১০০% শুল্ক জারি করা হবে। একই পথে হেঁটে ভারত-সহ তিন দেশকে হুঁশিয়ারি দিলেন ন্যাটো প্রধান মার্ক রুট। জানিয়ে দিলেন, ভারত, চিন, ব্রাজিল-সহ অন্যান্য দেশগুলি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় সেক্ষেত্রে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে এদের উপর। রুট বলেন, “ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে।” একইসঙ্গে এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে তাঁর বার্তা, পুতিনকে শান্তি আলোচনায় বসার জন্য তার উপর চাপ বাড়ান। বর্তমানে রাশিয়ার ৭০ শতাংশ জ্বালানি তেল কেনে ভারত ও চিন। তালিকায় রয়েছে ব্রাজিল, তুরস্ক-সহ আরও একাধিক দেশ। সম্প্রতি ইরান-ইজ়রায়েল সংঘর্ষের আবহে বিশ্বের জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় রাশিয়ার থেকে তেল আমদানি আরও বাড়িয়েছে ভারত।
