আমুদরিয়া নিউজ: কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে। কসবার ধর্ষণ মামলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আকারে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবারই কসবা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশি তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র। যিনি এখন আলিপুর আদালতে ল’ প্র্যাকটিস করেন। অন্য দুজন জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তারা কলেজেরই বর্তমান পড়ুয়া। শুক্রবারই ধৃতদের আলিপুরে আদালতে তোলা হলে তাদের ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
