আমুদরিয়া নিউজ: সরকারি চাকরিতে নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্যপরীক্ষা ৩০ দিনের মধ্যে সেরে ফেলতে হবে। রাজ্যের প্রতিটি দফতরকে এই মর্মে নির্দেশিকা পাঠাল নবান্ন। পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছিল। এই খবর নবান্নে পৌঁছাতেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হল। নবান্ন জানিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’ (ডাব্লিউবিপিএসসি) বা সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ থেকে সুপারিশপত্র আসার পরে সঙ্গে সঙ্গে তা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ইমেল মারফত চাকরিপ্রার্থীদের জানিয়ে দিতে হবে। পুলিশি যাচাই প্রক্রিয়া, মেডিক্যাল রিপোর্ট-সহ পরবর্তী কী কী পদক্ষেপ রয়েছে, তা-ও জানাতে হবে চাকরিপ্রার্থীদের। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট আধিকারিক এই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে, সতর্ক করা হবে। তারপরও না হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।